স্ত্রীর সাথে সহবাসের দুয়া কোনটি? আর এক রাতে যতবার সহবাস করব ততো বারই কি পড়তে হবে? Which dua intercourse with his wife? And one night, as many of you will read again and again gets to have sexual intercourse?

স্ত্রীর সাথে সহবাসের দুয়া কোনটি? আর এক রাতে যতবার সহবাস করব ততো বারই কি পড়তে হবে?
Which dua intercourse with his wife? And one night, as many of you will read again and again gets to have sexual intercourse?

 স্ত্রীর সাথে সহবাসের দুয়া কোনটি? আর এক রাতে যতবার সহবাস করব ততো বারই কি পড়তে হবে?

প্রশ্ন: স্ত্রীর সাথে সহবাসের দুয়া কোনটি? আর এক রাতে যতবার সহবাস করব ততো বারই কি পড়তে হবে?

উত্তরঃ

বিসমিল্লাহির রাহমানির রাহীমঃ

আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেনঃ 
তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দুআ পড়েঃ 
باسْمِ اللَّهِ أَللَُّهُمَّ جَنِّبْنِي الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
বিসমিল্লাহ্‌। আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তান ও জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। 
অর্থাৎ, আল্লাহুর নামে (মিলন) করছি, হে আল্লাহ্! তুমি আমাকে শয়তান থেকে দূরে রাখ এবং আমাদেরকে যে সন্তান তুমি দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখ। 
অতঃপর এ সহবাসের মাধ্যমে কোন সন্তান দেয়া হলে শয়তান কখনও তার কোন ক্ষতি করতে সক্ষম হবে না। (বুখারী)

একই রাতে যদি কেউ তার স্ত্রীর সাথে একাধিকবার সহবাস করতে চায়, তাহলে এ ক্ষেত্রে উত্তম হচ্ছে, প্রত্যেক সহবাসের পূর্বে অযু করে পবিত্রতা অর্জন করা। সে হিসাবে তাকে প্রত্যেকবারই দুআ পড়তে হবে। 

আর যদি বিনা অযুতেই একাধিকবার সহবাস করতে চায়, তাহলে দুআ না পড়াই শ্রেয়। সে ক্ষেত্রে প্রথমবারের দুআই যথেষ্ট। এ ক্ষেত্রে যেকোন সহবাসের মাধ্যমে সন্তান জন্ম গ্রহণ করলে শয়তানের ক্ষতি হতে রেহাই পাবে ইনশা-আল্লাহ। কেননা বিনা অযুতে আল্লাহর যিকির করা ঠিক নয়। 

(আল্লাহই ভাল জানেন) 

উত্তর দিয়েছেনঃ আবদুল্লাহ শাহেদ আল-মাদানী / 2014-03-16
লিসান্সঃ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এম,এম, ফাস্ট ক্লাশ

Comments

Popular posts from this blog

Deactivate Facebook Account For Killing FB Addiction

Bangla Health । বাংলা হেলথ | Health News and Information

Free Earm Money