সহবাসের সময় কি বলা হবে ? Time will tell what sexual intercourse?

সহবাসের সময় কি বলা হবে ? 
Time will tell what sexual intercourse?
সহবাসের সময় কি বলা হবে ?

প্রশ্ন: আমার এ প্রশ্নটি সেসব প্রশ্নের একটি, যার বিভিন্ন উত্তর এসেছে। আর তা হচ্ছে : সহবাসের সময় স্বামী-স্ত্রীর কোনো দোয়া বলা ওয়াযিব কি না ? আর প্রথম সহবাসের আগে মুসলিম স্বামী-স্ত্রী জন্য সালাত আদায় করা ওয়াযিব কি না ?
উত্তর:
আল-হামদুলিল্লাহ

ইসলামি আদবের একটি হচ্ছে মুসলিম তার স্ত্রীর নিকট আসার সময় বলবে :
" بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا " . رواه البخاري فتح رقم 138
উচ্চারণ: বিসমিল্লাহ্‌। আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তান ও জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদেরকে শয়তান হতে বাঁচান এবং আমাদেরকে যদি কোন সন্তান দেন তাকেও শয়তান হতে বাঁচান। 
(সহিহ বুখারী, ফাতহুল বারি হাদিস নং ১৩৮)

এর উপকারিতা হচ্ছে, তাদের উভয়ের মাঝে কোন সন্তানের ফয়সালা হলে, শয়তান তার অনিষ্ট করতে করবে না।
মুফতী: শায়খ মুহাম্মদ সালে আল-মুনাজ্জিদ
অনুবাদক: নুমান বিন আবুল বাশার
সূত্র: www.islamqa.info

Comments

Popular posts from this blog

Deactivate Facebook Account For Killing FB Addiction

Bangla Health । বাংলা হেলথ | Health News and Information

Free Earm Money