স্ত্রীর ঋতুকালীন স্বামী ধৈর্যধারণ করতে পারে না। Seasonal husband and wife could not suffer.

স্ত্রীর ঋতুকালীন স্বামী ধৈর্যধারণ করতে পারে না। Seasonal husband and wife could not suffer.

 


স্ত্রীর ঋতুকালীন স্বামী ধৈর্যধারণ করতে পারে না।

প্রশ্ন: জনৈক স্ত্রীর মাসিক ঋতু সাতদিন স্থায়ী থাকে, স্বামী এ-সময় ধৈর্যধারণ করতে পারে না, যেহেতু তার যৌন চাহিদা প্রবল, তাই এ-সমস্যার সমাধানে কী করা উচিত?

উত্তর:
আল-হামদুলিল্লাহ
স্ত্রীর ঋতুকালীন সহবাস ব্যতীত সবধরণের ভোগ-ক্রীড়া স্বামীর জন্য বৈধ। ঋতুবতী স্ত্রীর সাথে মেলামেশা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 
( اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلا النِّكَاحَ )
“সহবাস ব্যতীত তার সাথে সবকিছু কর।” মুসলিম : (৩০২)
স্বামীর যৌনচাহিদা মিটানোর জন্য অন্য বৈধ উপায়ও রয়েছে, যেমন স্ত্রীর হাতের মাধ্যমে যৌন চাহিদা মিটানো। এর দলিল আল্লাহ তাআলার বাণী :
: ( وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (29) إِلا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ) المعارج/29-30 .
“আর যারা তাদের যৌনাঙ্গসমূহের হিফাজতকারী। তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া। তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।” সূরা মাআরেজ : (২৯-৩০) 
এ আয়াতের ব্যাপক অর্থ এর বৈধতা প্রদান করে।

মুফতী : শায়খ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদক : নুমান বিন আবুল বাশার
সূত্র : www.islamqa.info


Comments

Popular posts from this blog

Deactivate Facebook Account For Killing FB Addiction

Bangla Health । বাংলা হেলথ | Health News and Information

Free Earm Money