Free Visa

বাংলাদেশ থেকে বিনা ভিসায় বিদেশ ভ্রমণ!

বিনা ভিসায় বিদেশ ভ্রমণ করা য়ায়। শুনে নিশ্চয় অবাক হয়েছেন। অবিশ্বাস্য হলেও বিনা ভিসায় বিদেশে ভ্রমণ করা সম্ভব। আসুন এ বিষয় নিয়ে বিস্তারিত জেনে নিই, ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে:

pd_1visaএশিয়া মাহাদেশের মধ্যে,
ভুটান (যত দিন ইচ্ছা)
শ্রীলংকা (৩০ দিন)

আফ্রিকা মহাদেশের মধ্যে,
কেনিয়া (৩ মাস)
মালাউই (৯০ দিন)
সেশেল (১ মাস)

আমেরিকা মাহাদেশের মধ্যে,
ডোমিনিকা (২১ দিন)
হাইতি (৩ মাস)
গ্রানাডা (৩ মাস)
সেন্ট কিট্স এ্যান্ড নেভিস (৩ মাস)
সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস)
টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন)
মন্টসের্রাট (৩ মাস)
ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন)
ওশেনিয়া মাহাদেশের মধ্যে,
ফিজি (৬ মাস)
কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন)
নাউরু (৩০ দিন)
পালাউ (৩০ দিন)
সামোয়া (৬০ দিন)
টুভালু (১ মাস)
ভানুয়াটু (৩০ দিন)
মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন)

এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে:
এশিয়ার মধ্যে,
আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার)
pd_1visaজর্জিয়া (৩ মাস)
লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার)
মালদ্বীপ(৩০ দিন)
মাকাউ (৩০ দিন)
নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার)
সিরিয়া (১৫ দিন)
পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার)
আফ্রিকা মহাদেশের মধ্যে,
বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক)
মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ)
মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার)
টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ)
উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)।

তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন। আর আপনার কাছে ফিরতি টিকেট ও হোটেল বুকিং এর কাগজ অবশ্যই থাকতে হবে।

Comments

Popular posts from this blog

Deactivate Facebook Account For Killing FB Addiction

Bangla Health । বাংলা হেলথ | Health News and Information

Free Earm Money