অনলাইনের সেরা ১০ বিজ্ঞাপন থেকে আয় করার সাইটসমূহ
প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের শেয়ার করবো কি করে আপনারা আপনার সাইট থেকে বিজ্ঞাপন দিয়ে আয় করার জন্য কোন বিজ্ঞাপন সেবা প্রদানকারী নেটওয়ার্ক ব্যাবহার করবেন। আজকে আমি আপনাদের সাথে বিশ্বের সেরা ১০টি বিজ্ঞাপন সেবা প্রদানকারী সাইট সম্পর্কে জানবো। আপনি ইচ্ছা করলে যে কোন একটি অ্যাড নেটওয়ার্ককে আপনার সাইট এর জন্য বেঁছে নিতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেসকল সাইট সম্পর্কেঃ

Google Adsense: গুগুল এডসেন্স সম্পর্কে আমরা সবাই কম বেশি ভালই জানি। বিশ্বের সবেচেয়ে বড় অনলাইন অ্যাড কোম্পানি হিসেবে আমরা সবাই এর সম্পর্কে জানি। গুগলে এডসেন্স সাধারণত ক্লিক প্রতি আয় দিয়ে থাকে তবে ক্লিক এবং ইম্প্রেশন এর হারের উপর নির্ভর করে ইম্প্রেশন এর জন্য কিছু আয় দিয়ে থাকে। ১০০ ডলার হলেই আপনি চেক অথবা পেপাল এর মাধ্যমে পেমেন্ট নিতে পারেন। তবে গুগল এডসেন্স বাংলা সাইট এ অ্যাড দেয় না। যদি আপনার ইংরেজি সাইট থেকে থাকে তাহলে আমি সাজেস্ট করবো আপনি গুগলে এডসেন্স ব্যাবহার করুন কারণ গুগল আডসেন্স অ্যাড মাদ্ধ্যমে আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে পারেন এবং তাদের রেইট অন্যান্য এর তুলনায় অনেক বেশি।
Zedo: গুগল এডসেন্স এর পর আমার মতে যেদো সবার আগে এগিয়ে আছে। আপনি যদি নতুন অ্যাড পাবলিশার হয়ে থাকেন তাহলে আপনি এখানে সাইন আপ করার মাধ্যমে আয় করতে পারেন। এখানে আপনার অ্যাকাউন্ট ব্যান করার সম্ভাবনা খুবই কম এবং যে কেউ সহজেই ব্যাবহার করতে পারেন।
Clicksor: ক্লিকসর একটি ভিন্ন ধারার অ্যাড নেটওয়ার্ক। এখান থেকে আপনি নতুন ধারার অ্যাড পাবেন এবং বিভিন্ন টাইপের অ্যাড পাবলিশ করতে পারবেন। এই সাইট এর মাধ্যমে আপনি ১৫ দিন পর পর পেমেন্ট তুলতে পারবেন।
Tribalfusion: অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে কিন্তু ইম্প্রেশন এর মাধ্যমে আয় করার জন্য জটিল একটি সাইট। তবে এখানে আপনার সাইট ভেরিফাই হতে একটু ঝামেলা হতে পারে। কারণ তারা একটি নির্দিষ্ট সংখ্যার মাসিক ভিসিটর ছাড়া সাইট ভেরিফাই করে না।
Infolinks: ইনফলিঙ্কস সম্পর্কে অনেকেই জানেন। এটি ও বলতে গেলে ভিন্ন ধরণের আরেকটি অ্যাড মিডিয়া। এরা সাধারণত টেক্সট অ্যাড প্রকাশ করে। আপনার সাইট ভেরিফাই হওয়ার পর আপনার সাইট এ কিছু টেক্সট হাইপারলিঙ্ক এর মত অ্যাড দেখাবে।
Buysellads: এখানে আপনি আপনার সাইট সাবমিট করতে পারেন এবং আপনি কোন ধরণের অ্যাড চান এবং আপনার সাইট এর কিছু তথ্য দিতে হতে পারে। যদি কোন বিজ্ঞাপন দাতা আপনার সাইট পছন্দ করে তাহলে আপনি অ্যাড পেতে পারেন।
Adcash: গুগুল এডসেন্স এর বিকল্প হিসেবে আপনি একে ব্যাবহার করতে পারেন এবং এর তুলনায় অনেক দ্রুত সাইট এপ্রুভ করে। এরা মাসিক পেমেন্ট পেপাল এর মাধ্যমে দিয়ে থাকে।
Chitika: এটি গুগুল এডসেন্স এর অন্যতম বিকল্প। এরা সহজে এপ্প্রোভ করে এবং মাত্র ১০ ডলার হলেই আপনি পেপাল এবং চেক এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।
Bidvertaiser: অন্যতম আরেকটি অ্যাড পাবলিশার। এখান থেকে আপনি খুব সহজে আপনার সাইট এ অ্যাড দিতে পারবেন। আপনি টেক্সট অ্যাড, বেনার, টুলবার এবং রেফেয়ার এর মাধ্যমে এখান থেকে আয় করতে পারবেন।
Smowtion:
এরা ক্লিক
এবং ইম্প্রেশন
করার কারণে
পে করে।
ভাল একটি
অ্যাড নেটওয়ার্ক।
মাসিক পেপাল
এবং চেক
এর মাধ্যমে
পে করে।
আমি আপনাকে
এটি ব্যাবহার
করার জন্য
সাজেস্ট করতে
পারি। সুতরাং
ভিসিট করেই
এর সম্পর্কে
অনেক কিছু
জেনে নিতে
পারেন।
Comments
Post a Comment