মশা তাড়ানোর কিছু প্রাকৃতিক উপায়/Some natural mosquito repellent
মশা তাড়ানোর কিছু প্রাকৃতিক উপায়/
Some natural mosquito repellent
২ – মশা তাড়াতে অনেক প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান হলো তুলসী । শোয়ারঘরের জানলার বাইরে যদি তুলসী গাছ লাগানো যায় , তাহলে অবশ্যই ঘরে মশা ঢুকবে না । ঘুম হবে শান্তির ।
৩ – রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা । কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন । এবার এ পানি সারা ঘরে ছিটিয়ে দিলে মশা আর ঘরে ঢুকতে পারবে না ।
৪ – একটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন । এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন । এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন । ব্যস , এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন ।
৫ – মশা তাড়াতে বাসায় কর্পূর জ্বালাতে পারেন । ঘর থেকে মশা তাড়াতে এটাও খুব ভাল কাজ করে ।
Comments
Post a Comment